রূপ
সন্তান,সে যেমন ই হোক,
কালো/ফর্সা , বেটে/ লম্বা, বুদ্ধিমান /বোকা, মায়ের কাছে তার সন্তান সমতুল্য রূপবান পৃথিবীতে কিছুই নাই।
দুটি সন্তানের মধ্যে একটি যদি অন্যটি অপেক্ষা একটু সুন্দর বা বুদ্ধিমান হয়ে যায়,দয়াকরে মায়ের সামনে দুজন কে তুলনা করবেন না।
আপনার জন্য হয়ত এটি নিছকই মজা নেওয়া বা সমলোচনা করা,কিন্তু বিশ্বাস করুন আপনার প্রতি টা কথা মায়ের অন্তর কে ক্ষত-বিক্ষত করে দেয়।
দুটো সন্তানই তার।দুটোকেই জন্ম দিতে গিয়ে সে মৃত্যু কে ছুয়ে ফিরে এসেছে। তাহলে কিভাবে সে একটা থেকে অন্যটা আলাদা করে দেখবে???
মায়ের মন আল্লাহ যে মাটি দিয়ে গড়েছেন, তা দিয়েই হয়ত তার সন্তানকেও গড়েছেন। তাই তো দুটোর বন্ধন অমূল্য ❤️❤️❤️
রূপ
Reviewed by Unknown
on
May 22, 2022
Rating: 5