রূপ

সন্তান,সে যেমন ই হোক,কালো/ফর্সা , বেটে/ লম্বা, বুদ্ধিমান /বোকা, মায়ের কাছে তার সন্তান সমতুল্য রূপবান পৃথিবীতে কিছুই নাই।দুটি সন্তানের মধ্যে একটি যদি অন্যটি অপেক্ষা একটু সুন্দর বা বুদ্ধিমান হয়ে যায়,দয়াকরে মায়ের সামনে দুজন কে তুলনা করবেন না।আপনার জন্য হয়ত এটি নিছকই মজা নেওয়া বা সমলোচনা করা,কিন্তু বিশ্বাস করুন আপনার প্রতি টা কথা মায়ের অন্তর কে ক্ষত-বিক্ষত করে দেয়।দুটো...

আমি মা!

আমার দুটি মেয়ে।দুটোই আমার কলিজা।ওদের দুজনকেই আমি খুব ভালোবাসি।এক মূহুর্তের জন্যও চোখের আড়াল হলে, কি জানি ভয়ে বুকটা কেঁপে ওঠে।এবার আসি আসল কথায়,বড়টার বয়স ৭+ আর ছোটটা সবে ৫ মাস ২ দিন😊আমার ভুলো রোগ আছে।সব কিছু মনে রাখতে পারিনা।তাই সংগত কারনেই বড় মেয়ের সময়ের প্রেগন্যান্সির জার্নিটা পুরোপুরি মনে নাই।😔😔😔 তাই আজ লিখব ছোটটার হবার জার্নি নিয়ে।বড়টার বয়স যখন ৪+...

Page 1 of 11
Powered by Blogger.