হাবিজাবি

তুমি যে আমায় এতো ঘৃনা করো,এতো ঘৃণা কি আমার প্রাপ্য ছিলো?কখনও যদি তোমার অহংকারের সিংহাসন থেকে বিরতি আসে,শুধিয়ো তোমার মন কে।কি অপরাধের শাস্তি  তুমি আমাকে এভাবে দিলে?সরল মনে বিশ্বাস ই তো করেছিলাম,আর তো কোন অপরাধ করিনি।এভাবেই যদি দূরকরে দিবে তাহলে তো লোক দেখানো কাছে আসার কোন দরকার ছিলো না।একটা মানুষকে এভবে অসহায় বানিয়ে তাকে নিয়ে ইচ্ছে মত খেলছ,...

Page 1 of 11
Powered by Blogger.