Latest Posts

হাবিজাবি

তুমি যে আমায় এতো ঘৃনা করো,এতো ঘৃণা কি আমার প্রাপ্য ছিলো?কখনও যদি তোমার অহংকারের সিংহাসন থেকে বিরতি আসে,শুধিয়ো তোমার মন কে।কি অপরাধের শাস্তি  তুমি আমাকে এভাবে দিলে?সরল মনে বিশ্বাস ই তো করেছিলাম,আর তো কোন অপরাধ করিনি।এভাবেই যদি দূরকরে দিবে তাহলে তো লোক দেখানো কাছে আসার কোন দরকার ছিলো না।একটা মানুষকে এভবে অসহায় বানিয়ে তাকে নিয়ে ইচ্ছে মত খেলছ,...

রূপ

সন্তান,সে যেমন ই হোক,কালো/ফর্সা , বেটে/ লম্বা, বুদ্ধিমান /বোকা, মায়ের কাছে তার সন্তান সমতুল্য রূপবান পৃথিবীতে কিছুই নাই।দুটি সন্তানের মধ্যে একটি যদি অন্যটি অপেক্ষা একটু সুন্দর বা বুদ্ধিমান হয়ে যায়,দয়াকরে মায়ের সামনে দুজন কে তুলনা করবেন না।আপনার জন্য হয়ত এটি নিছকই মজা নেওয়া বা সমলোচনা করা,কিন্তু বিশ্বাস করুন আপনার প্রতি টা কথা মায়ের অন্তর কে ক্ষত-বিক্ষত করে দেয়।দুটো...

আমি মা!

আমার দুটি মেয়ে।দুটোই আমার কলিজা।ওদের দুজনকেই আমি খুব ভালোবাসি।এক মূহুর্তের জন্যও চোখের আড়াল হলে, কি জানি ভয়ে বুকটা কেঁপে ওঠে।এবার আসি আসল কথায়,বড়টার বয়স ৭+ আর ছোটটা সবে ৫ মাস ২ দিন😊আমার ভুলো রোগ আছে।সব কিছু মনে রাখতে পারিনা।তাই সংগত কারনেই বড় মেয়ের সময়ের প্রেগন্যান্সির জার্নিটা পুরোপুরি মনে নাই।😔😔😔 তাই আজ লিখব ছোটটার হবার জার্নি নিয়ে।বড়টার বয়স যখন ৪+...

ভুলে ভরা জীবন একটা ফুটো নৌকার মত,ডুবে যাওয়ার দিন গোনা মাত্র! জানি ভুল করেও এ ভুল শুধরে নেয়া সম্ভব  না,তাই তো আর চেষ্টা ও করিনা।বেশ তো আছি,"ভুল করেছি আমি" এই কথা টুকু মেনে নিয়ে।তবে শুধু  শুধু কেন ভাবব কি কথা দিয়েছিলে,কি পায়নি,কেন!!ভুলেও তোমার ভালোবাসার পরস খোঁজে না আর এই মন।যা ছিল একদিন,আজ তাই সবই সপ্ন।আর আমার সপ্নে শুধুই তিরস্কারের...

বড়ই নিখুঁত হিসাব তার

কিছু সময় পরিস্থিতি মেনে নিতে বিধাতা বাধ্য করে।😔😔😔শত বাহানা করেও তার হিসাবে ফাঁকি দেওয়া সম্ভব হয়ে ওঠে না।বড়ই নিখুঁত হিসাব তার।কোন দিক থেকেই একটুও সুযোগ নেওয়ার কোন উপায় নাই।😔বাধ্য হয়ে তাই দিন শেষে দীর্ঘশ্বাসের সাথে বলতে হয়,"তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন"😆😆কিন্তু আদৌ কি আমরা ভেবে দেখি,উনি যা করেন সত্যই আমাদের সর্বোচ্চ ভালোর জন্য করেন!!!🤔আপাতদৃষ্টিতে সেটা অসুবিধা মনে...

Page 1 of 11
Powered by Blogger.